গোলাম আজোম শুধু নাম নয়, আন্দোলনের এক উপমা সারাটি জীবন সুধু দিয়েই গেছেন যার শেষ বেলাতেও কম ছিলনা। অধ্যাপক গোলাম আযম স্যার এর শেষ নসিহতের কিছু অংশ নিয়ে একটি গান from england by iqbal. মূলত ইসলামী আন্দোলনের এই বরণ্য বেক্তিটি সারাজীবন টাই দিয়ে গেলেন আল্লাহর দীনের জন্যে, একটু ভাবুন তো তার ইন্তিকালের মধ্য দিয়েও কিন্তু আরো বেশি সক্তিশালি ও চাঙ্গা করে দিলেন এই আন্দোলনের সকল কর্মীদের কে তার শেষ নসিহত ''ঐক্যবদ্ধ '' হবার আহ্বানের মধ্য দিয়ে। তাই তার সেই অসামান্য অবদানের কিছু অংশের কিছু কথা দিয়ে মূলত এই গান টি. তবে তার কোনো একটি অবদান বা কাজের কথা কোনো গান বা লিখা দিয়ে বেক্ষা করা কারো সাধ্য আছে বলে আমি জানিনা, তবে এতটুকু জানি তার সেই পুরস্কার আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দানের মাধ্যমে দান করেন। আমীন।