শ্রীল প্রভুপদের শিক্ষাগুলি সকলের কাছে, বিশেষত বাচ্চাদের কাছে উপলব্ধ করার তীব্র প্রয়োজন রয়েছে । একটি শিশুর হৃদয় মাটির মতো নরম। বাচ্চা হিসাবে যে কোনও কিছুর পরিচয় দিলে তা তারা সারা জীবন ধরে থাকে। সুতরাং রাম এবং কৃষ্ণ সম্পর্কে জ্ঞান তাদের সবচেয়ে আকর্ষণীয় বিনোদনমূলক আকারে ছোট বেলা থেকেই শেখানো উচিত। ঠিক যেমন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন,বাচ্চারা যখন পাঁচ বা ছয় বছর বয়সের তখন তাদের ভাগবত ধর্ম শেখানো উচিত। -শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরুমহারাজ। উজ্জয়িনী ৫, সেপ্টেম্বর ২০১০] গুরু মহারাজের আরও কিছু বাণী দেখুন Facebook এ www.facebook.com/bishwajeetdash.bcs হরে কৃষ্ণ 🙏